Ep 12 Qawmi Sanad | Iftekhar Jamil

শাসনক্ষমতার সাথে ইসলামের সম্পর্ক মোটামোটি বলা চলে খুলাফায়ে রাশেদীনের পর থেকেই একটি আলোচিত বিষয়। শতাব্দীর পর শতাব্দী এই প্রশ্নের রূপ ও প্রভাব পাল্টেছে। বাদ যায়নি এই উপমহাদেশও। বর্তমান যুগে এসে ধর্মের ভিত্তিতে দ্বিজাতিতত্ত্বে মুসলিমদের জন্য একটি রাষ্ট্র হলেও বৃটিশ কাঠামোয় শাসনব্যবস্থা থেকে যাওয়ায় সেই আদি প্রশ্নে বিতর্ক রয়েই গেছে। তারপর মুক্তিযুদ্ধ পেরিয়ে বাংলাদেশে আজ সেই প্রশ্ন আবার উঠে এসেছে কওমি সনদের স্বীকৃতির আলোচনায়। ঔপনিবেশিক শাসন কাঠামোর আদলের রাষ্ট্রযন্ত্রের সাথে ইসলামের ধারক ও বাহকদের একটি প্রধান সত্তা, কওমিদের সম্পর্ক কিরূপ হবে? স্বীকৃতি গ্রহণ কি আপস? নাকি নায্য পাওনার প্রাপ্তিমাত্র? সামনের দিনগুলোতে এই স্বীকৃতি রাষ্ট্রযন্ত্রের সাথে কওমিদের ক্রিয়া-প্রতিক্রিয়া ও বিবর্তনে কি প্রভাব রাখবে? এমন অনেক অমীমাংসিত ও একাধিক দৃষ্টিভঙ্গিসম্বলিত উত্তরের নানা সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করেছি একজন প্রতিভাবান তরুণ আলেম, চিন্তাবিদ ও সাংবাদিক মাওলানা ইফতেখার জামিল ভাইর সাথে।

দ্য মুসলিম গ্লাস পডকাস্টের এবারের পর্ব মাওলানা ইফতিখার জামিলের সাথে, ‘কওমি সনদ স্বীকৃতির এপিঠ-ওপিঠ’। বরাবরের মতোই শুনা, চিন্তা করা ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার আমন্ত্রণ রইল।

 

Share

Post a comment