Ep 18 Tackling Pornography Problem | Lost Modesty Team

ইন্টারনেট তার অনেক সুবিধার সাথে করে নিয়ে এসেছে এক ছোঁয়াচে অসুখ। যদিও ইন্টারনেট যুগের আগেই ছড়িয়ে পড়তে শুরু করে অশ্লীলতার এই বিষ, তবে ইন্টারনেট যেন সকল বাধ ভেঙে ছেলেবুড়ো সবার হাতের মুঠোয় তুলে দেয় অফুরন্ত বিষের শিশি। এ এমন এক আসক্তি যা বদলে দিয়েছে সামাজিক-পারিবারিক সম্পর্কের বুনট থেকে মস্তিষ্কের নিউরন সংযোগের নকশা। চারিদিকে অশ্লীলতা আর প্রলোভনের বিষবাষ্পের মাঝে এথেকে মুক্ত থাকার কোনো উপায় আছে কি? কীভাবে ফিরে পাওয়া যাবে সেই মুক্ত বাতাস যাতে শ্বাস নিয়ে আবারো নির্মল নিষ্পাপ হতে পারে শৈশব, কৈশোর? তরুণ ও যুবকেরা কীভাবে ফিরে পেতে পারে তাদের হারানো হায়া ও লজ্জার বোধ? সর্বগ্রাসী এই দানবকে রুখে দেওয়ার পন্থাই বা কি? এমন সব প্রশ্ন নিয়ে আমরা মুখোমুখি হয়েছি পর্নোগ্রাফির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে সক্রিয় গ্রুপ লস্ট মডেস্টির সাথে। কথা বলেছি তাদের প্রকাশিত বই ‘মুক্ত বাতাসের খোঁজে’ এবং বিভিন্ন জায়গায় তাদের পরিচালিত কার্যক্রম সম্পর্কে।

রাবরেরই মতোই শুনার, চিন্তা করার ও ছড়িয়ে দেওয়ার আমন্ত্রণ থাকল, দ্য মুসলিম গ্লাস পডকাস্টের এবারের আয়োজন, ‘নীল বিষ’।

ডাউনলোড লিংক:
অডিওম্যাক – https://bit.ly/2MyjUmi
আর্কাইভ – https://bit.ly/30swJ58

Share

Post a comment