Ep 11 LBGT Discussion | Asif Adnan

সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্র ভারতে সমকামিতাকে অপরাধ হিসাবে চিহ্নিতকারী আইনকে বাতিল করে একে বৈধতা দেওয়া হয়েছে। যুগে যুগে মানুষের তৈরি আইন এভাবেই মানুষের প্রবৃত্তির অনুগামীতার যন্ত্রে পরিণত হয়েছে। একসময় যা ছিল সাধারণভাবে ঘৃণিত ও গর্হিত আজ তার উদ্ধত উদযাপন হয় রংধনুর প্রতীকে। স্বাভাবিকভাবেই একে ঘৃণ্য আর বিকৃতি ভেবে নিয়ে এড়িয়ে যাওয়া বিভিন্ন দেশের রক্ষণশীল জনগোষ্ঠী সমকামিতার পক্ষে সক্রিয় গোষ্ঠীর প্রতিরোধে<span class=”text_exposed_show”> সচেতন পদক্ষেপ নিতে পারেনি। ফলে, আজ খ্রিস্টান পোপ থেকে শুরু করে হিন্দু সাধুরাও এর স্বীকৃতি দিচ্ছেন। মুসলিমরাও খুব পিছিয়ে নেই। ইউরোপকেন্দ্রিক চিন্তায় আচ্ছন্ন কিছু মুসলিম এর পক্ষে অবস্থান নেওয়ারও নানা যুক্তি খুঁজে বের করছেন।</span>

অথচ সমকামিতা এমন এক পাপ, আল্লাহ আযযা ওয়া জাল যার পার্থিব শাস্তি দিয়েছেন সবচেয়ে তীব্র, যা থেকে বাঁচতে পারেনি নবীপত্নীও; যার চিহ্ন আজও বহন করে চলছে মৃতসাগর।

মুসলিম সমাজ ও এর নেতৃত্বদানকারী উলামা কি পারবে এর প্রতিরোধ করতে? মিডিয়া আর আর্থিক পৃষ্ঠপোষকতা নিয়ে নিরীহ চেহারায় একে সমাজে উপস্থাপন ও প্রচলন করার চতুর্মুখী প্রচেষ্টার মুখে একজন মুসলিম কীভাবে এর প্রতিরোধ করবে?

এইসব প্রশ্ন ও সংলগ্ন আরও বিভিন্ন বিষয় নিয়ে দি মুসলিম গ্লাস পডকাস্টের এই পর্বে আমরা আলোচনা করেছি ইসলামি এক্টিভিস্ট ও সম্পাদক আসিফ আদনানের সাথে।

দি মুসলিম গ্লাস পডকাস্টের নতুন পর্ব ‘অভিশপ্ত রংধনু’ শুনার, চিন্তা করার ও শেয়ার করার আমন্ত্রণ রইল।

Share

Post a comment