
সময়ের সাথে সাথে নিয়ত পরিবর্তিত হতে থাকে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। যে চেতনা ও ঘৃণার রাজনীতির উপর ভর করে শাহবাগের আন্দোলন পকেটে পুরেছিল সরকার সেই একই চেতনা ও ঘৃণা বুমেরাং হয়ে এসেছে কোটা সংস্কার আন্দোলনে। ঢালাওভাবে জামাত-শিবির-রাজাকার-জঙ্গি তকমা দেওয়ার অব্যর্থ অস্ত্র অকেজো হয়ে আসছে। জনমানসে শ্রদ্ধার আসনে থাকা বুদ্ধিজীবীদের প্রভুভক্তি নিঃসন্দেহে তাদের অবস্থানকেও বিপরীত দিকে […]View post →