Ep 01 The Conundrum of Love with Salman Saeed

Ep 01 The Conundrum of Love | Salman Saeed

ভালোবাসা এক গোলকধাঁধার নাম। লাভগুরুদের কবিগুরু রবিবাবু একবার লিখলেন, “ভালোবাসি ভালোবাসি”। আবার আরেক জায়গায় লিখলেন, “সখী ভালোবাসা কারে কয়?” ভালোবাসা নিয়ে এভাবেই যুগে যুগে হয়ে আসছে হেঁয়ালি। বর্তমান যুগে এসে ভ্যালেন্টাইনস ডে’র রূপ ধরে এতে আমদানি হয়েছে নতুন নতুন নষ্টামি। তবে কি ভালোবাসা ভালো নয়? কেউ কেউ তো বলে প্রেম স্বর্গীয়।

ভালোবাসার ভালো মন্দ নিয়ে দি মুসলিম গ্লাস পডকাস্টের প্রথম পর্ব, ‘ভালোবাসা বিভ্রাট’।

Share

Post a comment