Ep 04 The Reality of Black Magic and Ruqya | Abdullah

মানুষের দুর্বলতাকে পুঁজি করে অসাধু ব্যবসার প্রচলন সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে। আবার অতি আধুনিকতায় সমস্যাকেই অস্বীকার করাটা যুগের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই দুই প্রান্তিকতার সুযোগে সবচেয়ে বেশি ক্ষতিসাধনের তালিকায় নিঃসন্দেহে উপরের দিকে আছে জ্বিন, জাদু আর নজরের সমস্যা। একদিকে সঠিক শিক্ষা ও চিকিৎসার অভাবে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে কুফুরি কালাম, তাবিজ-কবজ আর ধোঁকাবাজি-প্রতারণা। অন্যদিকে জ্বিন কিংবা জাদুর কথা শুনলেই বাঁকা হাসি হাসে এযুগের অনেকেই। কুরআন এবং সুন্নাতে জ্বিন এবং জাদুর অস্তিত্ব, এর ক্ষতিকর প্রভাব এবং চিকিৎসা সম্পর্কে বিশদ আলোচনা তো রয়েছেই, এমনকি এখনও পৃথিবীর বহুদেশে ব্ল্যাক ম্যাজিক আইন করে নিষিদ্ধ। আশার কথা হচ্ছে দেরিতে হলেও এই বিষয়ে সঠিক দিকনির্দেশনা নিয়ে সচেতনতা ও কার্যক্রম শুরু হয়েছে।

দি মুসলিম গ্লাস পডকাস্টের এই পর্বে, এই কৌতূহল উদ্দীপক ও জরুরি বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি, রুকইয়া সেন্টার বাংলাদেশের পরিচালক শাইখ Abdullah Almahmud এর সাথে।

প্রাসঙ্গিক বিষয়াবলিঃ
রুকইয়া সাপোর্ট গ্রুপঃ https://www.facebook.com/ruqyahbd/
Share

Post a comment