
শাসনক্ষমতার সাথে ইসলামের সম্পর্ক মোটামোটি বলা চলে খুলাফায়ে রাশেদীনের পর থেকেই একটি আলোচিত বিষয়। শতাব্দীর পর শতাব্দী এই প্রশ্নের রূপ ও প্রভাব পাল্টেছে। বাদ যায়নি এই উপমহাদেশও। বর্তমান যুগে এসে ধর্মের ভিত্তিতে দ্বিজাতিতত্ত্বে মুসলিমদের জন্য একটি রাষ্ট্র হলেও বৃটিশ কাঠামোয় শাসনব্যবস্থা থেকে যাওয়ায় সেই আদি প্রশ্নে বিতর্ক রয়েই গেছে। তারপর মুক্তিযুদ্ধ পেরিয়ে বাংলাদেশে আজ সেই […]View post →