
মানুষের দুর্বলতাকে পুঁজি করে অসাধু ব্যবসার প্রচলন সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে। আবার অতি আধুনিকতায় সমস্যাকেই অস্বীকার করাটা যুগের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই দুই প্রান্তিকতার সুযোগে সবচেয়ে বেশি ক্ষতিসাধনের তালিকায় নিঃসন্দেহে উপরের দিকে আছে জ্বিন, জাদু আর নজরের সমস্যা। একদিকে সঠিক শিক্ষা ও চিকিৎসার অভাবে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে কুফুরি কালাম, তাবিজ-কবজ আর ধোঁকাবাজি-প্রতারণা। অন্যদিকে […]View post →