হালের ক্রেজ হচ্ছে স্টার্ট আপ যা আসলে মোটাদাগে ব্যবসা। জীবিকার ১০ ভাগের ৯ ভাগ ব্যবসায় এমন কথা নবীজিও (সা) বলেছেন। তবে ব্যবসা করা সহজ নয় মোটেই। তাই তো সৎ ব্যবসায়ীর হাশর হবে নবী, সিদ্দিক আর শহীদদের সাথে। ব্যবসা কোন দেশে কেমন সহজ তার জরিপে তলানির দিকে থাকা এই বাংলাদেশে তাই হালালভাবে ব্যবসা করা খুবই চ্যালঞ্জিং। রিযকের তালাশে ব্যবসার নানা দিক নিয়ে এই পর্বে আমরা কথা বলেছি খাস ফুডের উদ্যোক্তা তৌহিদুল ইসলাম ভাইর সাথে। বরাবরের মতোই শুনা, চিন্তা ও শেয়ার করার আমন্ত্রণ রইল।
ডাউনলোড লিংক
অডিওম্যাক – https://bit.ly/2r3AXQu
আর্কাইভ – https://bit.ly/2Bt2aSU