‘বন্ধু, আড্ডা, গান –এখানেই হারিয়ে যাও…!’
বন্ধু আর আড্ডার সাথে গান আজ জুড়ে গেছে পৃথিবীর প্রতিটি প্রান্তে। হারিয়ে গেছে অনেকেই। তবু ফিরেও এসেছে অনেকে। কেউ পথ খুঁজে মরছে। আচ্ছা, গান শোনা কি খারাপ? তাহলে কেন কেউ কেউ হঠাৎ গান শোনা ছেড়ে দেয়? গানের তালে Headbanging করা ছেলেটা কেন এখন বাজনা কানে আসলেই মুখ কুঁচকে তাকায়? গানের সুরে তো মন ভালো হয়ে যায়। তবে কোন দুঃখ ভুলতে নেশায় বুঁদ হয়ে থাকে জনপ্রিয় গায়কেরা?
কেউ কেউ বলে গান হলো অন্তরের খাদ্য। অথচ হুজুররা বলে, গান আর কুরআন নাকি এক অন্তরে থাকতে পারে না! ‘এখন গান শোনো কোনো চার্জ ছাড়াই’ নাকি শুনে নাও, চার্জ হিসাবে গুনাহের শাস্তি থাকুক আমলের খাতায়?
সম্ভবত, বাঙালি মুসলিম তরুণ সমাজকে সবচেয়ে প্রভাবিত এবং কনফিউজ করার মতো বিষয়টি হলো এই গান-বাজনা। তরুণ মনের এমন প্রশ্নগুলোর ব্যবচ্ছেদ নিয়ে দি মুসলিম গ্লাস পডকাস্টের তৃতীয় পর্ব, ‘সঙ্গীতের সাতকাহন’। এ পর্বে অতিথি হিসাবে থাকছেন, প্রাক্তন গিটারিস্ট এবং বর্তমানে ইসলামি এক্টিভিস্ট ও সম্পাদক Asif Adnan