ইসলামি বইয়ের জগতে এক নতুন রেনেসাঁ এসেছে। নতুন নতুন লেখক, প্রকাশকের সাথে সাথে প্রতিনিয়তই উন্নত হচ্ছে প্রকাশনার মান। যুক্তিসঙ্গতভাবেই হুমায়ুন পরবর্তীযুগে পড়তির দিকে থাকা সেকুলার সাহিত্য শিবির এতে ঈর্ষান্বিত। বইমেলায় এসব বইয়ের প্রবেশ আটকিয়ে কিংবা পিডিএফ এর মাধ্যমে পাইরেসি করার চেষ্টা থেকে অক্ষম হিংসার জ্বলুনিটার আঁচ পাওয়া যায়। সমান্তরালে চলতে থাকা বাংলা সাহিত্যের এই দুটি ধারার অবস্থানের এই ঋতুবদলের পেছনের কাহিনিটা আসলে কী? কারা ছিলেন এর নেপথ্যে? কী তাদের উদ্বুদ্ধ করল? জাতি হিসাবে আমাদের জন্য ইসলামি বইয়ের এই জাগরণ কি বার্তা দিতে চাচ্ছে?
এসকল প্রশ্ন আর তাদের উত্তরের খোঁজে আমাদের সাথে যোগ দিয়েছেন উল্টো নির্ণয় বইয়ের লেখক Mohammed Touaha Akbar