Ep 10 Qurbani, Leather And Other Stuffs | Abu Muaz

কুরবানি ঈদ আসলেই নানামুখী আলোচনা শুরু হয়ে যায়। কিছু এর প্রয়োজনীয়তার পক্ষে বিপক্ষে, কিছু এর আপাত নিষ্ঠুরতার পক্ষে বিপক্ষে আবার কিছু এর অর্থনীতির পক্ষে বিপক্ষে। গরুর দাম থেকে শুরু করে কুরবানি হয়ে চামড়ার দামের এত ডামাডোলে প্রায়ই হারিয়ে যায় কুরবানির আসল উদ্দেশ্য। তবে কুরবানির কথা আসলে এই আনুষঙ্গিক বিষয়গুলোও উঠে আসবে সেটাই স্বাভাবিক।

তাই কুরবানি পরবর্তী আমাদের এই পর্বে কুরবানির গোড়ার বিষয় থেকে শুরু করে চামড়া বাণিজ্য হয়ে মোটা দাগে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের অবস্থা নিয়ে আমরা কথা বলেছি একই সাথে একজন প্রকৌশলী এবং একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার ও সোশ্যাল মিডিয়ায় একজন পরিচিত লেখক জাহিদ ইসহাক ভাইর সাথে যিনি আবু মুয়ায নামেই অধিক পরিচিত। বরাবরের মতোই শুনার, ভাবার ও শেয়ার করার আমন্ত্রণ রইল।

 

Share

Post a comment