বাংলাদেশে এখন Buzz Word হচ্ছে উন্নয়ন। আজকে মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছি তো কালকে পদ্মাসেতু দৃশ্যমান। সারা দেশজুড়ে ফ্লাইওভারে করে উড়ে বেড়াচ্ছে দেশবাসী। জীবনযাত্রার মান বেড়েছে কিনা নিশ্চিত না হলেও গ্যাস, বিদ্যুৎ আর দ্রব্যমূল্য যে বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে এতসব উন্নয়নের ভিড়ে মানুষের উন্নয়ন হয়েছে কি না তার। ভুরি ভুরি পরীক্ষার্থীর সাথে সাথে জিপিএ ফাইভ পাচ্ছে জিডিপিও। এত উন্নয়ন আর প্রবৃদ্ধির মূলে যে অর্থনীতি তা কি আদৌ অর্থ খুঁজে পেয়েছে? সমাজে অর্থের বৈষম্য কি কমেছে নাকি উন্নয়নের সব ক্যারিকেচারের মতোই অর্থনীতিও অর্থহীন হয়ে পড়েছে? অর্থনীতি, অর্থ ও সংশ্লিষ্ট সকল অনর্থ নিয়ে আমরা এবার কথা বলেছি, দেশের অর্থনৈতিক সেক্টরে বহু বছর ধরে বহুমুখী দায়িত্বে কাজ করা একজন পেশাজীবি আসাদ ভাইর সঙ্গে।
বরাবরের মতোই শুনার, চিন্তা করার ও ছড়িয়ে দেওয়ার আহবান রইল, দি মুসলিম গ্লাস পডকাস্টের এবারের পর্ব, অর্থ-অনর্থ।
ডাউনলোড করুনঃ
অডিওম্যাক – https://bit.ly/2K5BADG
আর্কাইভ – https://bit.ly/2K4ikqc