গত দশকে এদেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে ব্যাপক। অনেক গুরুত্বপূর্ণ উপাদান তার উপযোগিতা হারিয়েছে, অনেক নতুন উপাদান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে আলেমসমাজ ও তাদের ভূমিকাও বাঁক বদল করেছে। পরিবর্তিত এই বাস্তবতায় আলেমসমাজ ও ঐত্যিহ্যবাদী মুসলিম সমাজের ভূমিকা কেমন হওয়া উচিত? শাসকগোষ্ঠীর সাথে ঘনিষ্ঠতা নাকি নিরাপদ দূরত্ব থেকে সংশোধনের প্রচেষ্টা? আহকামুস সুলতানিয়্যাতের পাঠ কতটা কার্যকরীভাবে স্থানান্তরিত হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে?
দেশ ও সমাজঘনিষ্ঠ এমন নানা প্রশ্ন নিয়ে আমরা আবারো মুখোমুখি হয়েছি প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলেম মুফতি হারুন ইজহার সাহেবের সাথে।
বরাবরের মতোই শুনার, চিন্তা করার ও ছড়িয়ে দেওয়ার আমন্ত্রণ থাকল।
অডিওম্যাক – https://bit.ly/2VhoA0l
আর্কাইভ – https://bit.ly/2Xn4J1B