গত বেশ কয়েক বছর ধরেই আমাদের আলিম সমাজ অনেকগুলো পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন। কখনো শাসকের চাবুকের ফিতনা, কখনো বা শাসকের সান্নিধ্য লাভের ফিতনা। আওয়ামের সামনে কখনো প্রকাশ পাচ্ছে তাদের অভ্যন্তরীণ বিভক্তি, কখনো দৃশ্যমান হচ্ছে চিন্তার ফারাক। নিঃসন্দেহে সময়টা কঠিন, তবে কঠিন সময়ের পরেই তো সহজ আসে।
আমাদের এই পডকাস্টে আমরা আলোচনা করেছি বিতর্কিত এবং স্পর্শকাতর একটি বিষয় নিয়ে, আর সেটি হলো শোকরানা মাহফিল। কেন এই মাহফিল? কীসের আশায়? কারা আছেন আর কারা নেই? এই মাহফিল কি শুধুই একটি মাহফিল নাকি এই মাহফিল নতজানুতার ইঙ্গিত দিচ্ছে? এসব বিষয় নিয়ে আমরা কথা বলেছি Mufty Monoar Hossen এর সাথে। মুফতি মনোয়ার বর্তমানে বারিধারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্বপালন করছেন, একাধারে বেশ কিছু মাদ্রাসা পরিচালনা করছেন এবং মাদ্রাসা শিক্ষা নিয়ে দীর্ঘমেয়াদী কিছু প্রজেক্টে কাজ করছেন। জানা যাক তিনি কী বলছেন।
ডাউনলোড লিংক।
অডিওম্যাক – https://bit.ly/2SygEGM
আর্কাইভ – https://bit.ly/2AUbP3b