সময়ের সাথে সাথে নিয়ত পরিবর্তিত হতে থাকে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। যে চেতনা ও ঘৃণার রাজনীতির উপর ভর করে শাহবাগের আন্দোলন পকেটে পুরেছিল সরকার সেই একই চেতনা ও ঘৃণা বুমেরাং হয়ে এসেছে কোটা সংস্কার আন্দোলনে। ঢালাওভাবে জামাত-শিবির-রাজাকার-জঙ্গি তকমা দেওয়ার অব্যর্থ অস্ত্র অকেজো হয়ে আসছে। জনমানসে শ্রদ্ধার আসনে থাকা বুদ্ধিজীবীদের প্রভুভক্তি নিঃসন্দেহে তাদের অবস্থানকেও বিপরীত দিকে নিয়ে গেছে।
এরকম অনেক পট পরিবর্তনের পয়গাম নিয়ে আসা কোটা সংস্কার আন্দোলনের গতি প্রকৃতি, ব্যবচ্ছেদ ও ভবিষ্যত নিয়ে দ্য মুসলিম গ্লাস পডকাস্টের বিশেষ পর্ব – কোটা সংস্কার আন্দোলন এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। অতিথি হিসাবে এই পডকাস্টে ছিলেন Jobanপত্রিকার সম্পাদক Rezaul Karim Rony এবং ইসলামি এক্টিভিস্ট ও সম্পাদক Asif Adnan।