Ep 06 Ramadan Rumination | S M Nahid Hasan

বছর ঘুরে আবার দরজায় কড়া নাড়ছে রামাদান। একজন মুসলিমের জীবনে রামাদানের আগমন নিঃসন্দেহে আনন্দের ও আকাঙ্খিত একটি ঘটনা। কিন্তু ক্রমশই যেন এই আনন্দ ও আকাঙ্খার উপলক্ষ্যগুলো বদলে যাচ্ছে। আবার অনেকেই `নাহ! এবার ভালো হয়ে যাব` মনোভাব নিয়ে রোযা শুরু করলেও কিছুদিন পরেই `পরের বার থেকে, ইনশাআল্লাহ` মুডে চলে যায়। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি থেকে তারাবির বিদ্যুৎগতি কিংবা চাঁদ দেখার হিসাব থেকে শপিং আর শপিংমলের হিসাব পর্যন্ত ইস্যুর ভীড়ে সহজেই মনোযোগ সরে যায় রামাদানের আসল উদ্দেশ্য থেকে।

কুরআনের মাস, তাকওয়া অর্জনের মাস এই রামাদানকে কীভাবে কাজে লাগানো যেতে পারে, কীভাবে এর জন্য আটঘাট বেঁধে প্রস্তুতি নেওয়া যেতে পারে তা নিয়ে মুসলিম গ্লাস পডকাস্টের এই পর্বে আমরা কথা বলেছি সময়কে কাজে লাগানোর ব্যাপারে সদা সচেতন একাধারে আরবি শিক্ষক, কুরআনের ছাত্র ও সিভিল ইঞ্জিনিয়ার S M Nahid Hasan ভাইয়ের সাথে।

যেন অন্তত এবারের রামাদান হাত ফসকে বেরিয়ে না যায় – এই কামনায় শোনার ও শেয়ার করার আমন্ত্রণ রইল দি মুসলিম গ্লাস পডকাস্টের ষষ্ঠ পর্ব ‘রামাদান- প্রতীক্ষা ও প্রস্তুতি’

রেকমেন্ডেডঃ রামাদান বিষয়ক একটি বাংলা অডিও লেকচার সিরিজ – ধুলিমলিন উপহারঃ রামাদান –https://bit.ly/2rF78nZ

 

Share

Post a comment