যেকোনো সমাজ ব্যবস্থায় নারীপুরুষের সম্পর্ক সে সমাজের চরিত্র নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্মান ও সহযোগিতা ইসলামী সমাজে নারী পুরুষের সম্পর্ক বৈশিষ্টায়নে মূল ভূমিকা রাখে। কিন্তু সাংস্কৃতিক আগ্রাসন, নৈতিক অবক্ষয় ও নারীসত্তাকে ভোগ্যবস্তুতে সীমিত করার জাহেলি প্রচারণায়, মুসলিম সমাজগুলোতেও নারীপুরুষের সম্পর্ক নষ্ট হয়েছে। যৌন হয়রানি থেকে যৌন নির্যাতন ও ধর্ষণ আজ নৈমিত্তিক ব্যাপার। এই অধঃপতনের পেছনে কি কারণ? কেন আমরা সমাজ হিসেবে এর প্রতিকার, প্রতিরোধ করতে পারছি না? বিচারহীনতা কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারকদের ব্যর্থতার দায় কতটুকু? সমাজের বুনটকে একটু একটু করে নষ্ট করে দেওয়া স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে আমরা মুসলিম গ্লাস পডকাস্টের এই পর্বে কথা বলেছি, ধর্ষণের মানসাঙ্ক ও ডাবল স্ট্যান্ডার্ড বইয়ের লেখক ডক্টর Shamsul Arefin Shaktiর সাথে।
বরাবরের মতোই মুসলিম গ্লাস পডকাস্টের এবারের পর্ব শুনা, চিন্তা ও শেয়ার করার আমন্ত্রণ রইল।
আর্কাইভ – https://bit.ly/2POLjzy
অডিওম্যাক – https://bit.ly/2JmwXF0