Ep 09 Higher Study Abroad | Tareq and Zubair

বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে উচ্চশিক্ষা মধ্যবিত্ত জনসাধারণের জন্য সামাজিক ও অর্থনৈতিক সিঁড়ি বেয়ে উপরে ওঠার প্রাথমিক মাধ্যম। তাই স্কুল-কলেজ ভিত্তিক প্রচলিত শিক্ষাব্যবস্থায় সবদেশ থেকেই উচ্চশিক্ষা অর্জনে কাঠামোগতভাবে উন্নত দেশগুলোতে যাওয়ার প্রবণতা রয়েছে। মুসলিমরা এই প্রবণতাকে কীভাবে দেখে ও গ্রহণ করে এবং একটি জাতিগোষ্ঠী হিসাবে মুসলিমদের উপর এর প্রভাব ও ফলাফল কেমন ও তা কেমন হওয়া উচিত এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে এ বিষয়ে আমরা কথা বলেছি দুটি ভিন্ন ভিন্ন মুসলিম দেশে উচ্চশিক্ষারত দু’জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর সাথে।

ঢাকা কলেজ ও কুয়েট থেকে পাস করে ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটিতে মাস্টার্স শুরু করলেও পরবর্তীতে সিদ্ধান্ত পালটে বর্তমানে সৌদির কিং ফাহাদ ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট স্টুডেন্ট হিসাবে মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করছেন ভাই Muhammad Mahbub Murshed Tareq। উনার রিসার্চ এরিয়া হচ্ছে সোলার এসিস্টেড পাওয়ার এন্ড রেফ্রিজারেশন সিস্টেম।

অপরদিকে নটরডেম কলেজ থেকে এইচ এস সি শেষ করে আন্ডারগ্রাডেই মালয়েশিয়া চলে যান ভাই Zubair Tarif। রিসার্চ স্কলার ও গ্রাজুয়েট স্টুডেন্ট হিসাবে বর্তমানে তিনি মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি অফ মালয়েশিয়াতে আছেন । ২০১৬ সালের Erasmus Mundus programme এর অংশ হিসাবে তিনি আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অফ লিমেরিকে কিছু সময় কাটিয়েছেন। উনার রিসার্চ এরিয়া ফাইবার অপটিক বেইসড রেডিয়েশন সেন্সর।

উদ্দেশ্যমূলকভাবেই পশ্চিমা দেশে সুযোগ থাকা সত্ত্বেও মুসলিম দেশ বেছে নেওয়া এই দু’জনকে এই পর্বে আমন্ত্রণ জানানো হয়েছে। ভিন্ন দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা জানতে পরবর্তীতে আমরা পশ্চিমা দেশে অবস্থানরত ভাইদের আমন্ত্রণ জানাতে পারি যদি শ্রোতারা চান।

আপাতত এই পর্বটি শুনা, চিন্তাভাবনা করা ও ছড়িয়ে দেওয়ার অনুরোধ থাকল।

 

Share

Post a comment